মঙ্গলবার, এপ্রিল 29

রাইট একাডেমির অনন্য বৈশিষ্ট্য সমূহ

0
  • শহরের প্রাণকেন্দ্রে সুন্দর ও মনোরম পরিবেশ সর্বাধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষাদান।
  • পরীক্ষার পূর্বে সকল বিষয়ের কম্পিউটারাইজড সাজেশন ও সেরা মানের শীট প্রদান।
  • প্রতি বৃহস্পতিবার পরীক্ষার খাতা প্রদান এবং SMS এর মাধ্যমে রেজাল্ট প্রেরণ।
  • বিষয়ভিত্তিক সমস্যা সমাধানে ক্লাসের বাইরে নির্দিষ্ট দিনে ও সময়ে Make-Up-Class এ শিক্ষকদের আন্তরিক সহযোগিতা পাওয়া যায়।
  • বাসায় প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শীট প্রদান।
  • অনপস্থিত শিখার্থীর অভিবাবকদের সঙ্গে সর্বাক্ষনিক যোগাযোগ করা হয়।
  • পরীক্ষায় কম নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে তাদের ফলাফল নিয়ে দ্বিপাক্ষিক মিটিং এর আয়োজন করা হয়।
  • মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে চিহ্নিত করে স্পেশাল কেয়ারের মাধ্যমে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক চেষ্টা অব্যাহত থাকে।
  • দুর্বল ও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের যত্ন সহকারে পড়ানো এবং পড়া আদায়ের ব্যবস্থা।
  • স্কুল/কলেজ মাসিক, সাময়িক এবং বার্ষিক পরীক্ষার পূর্বে পার্ফেক্ট শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী মডেল টেস্ট গ্রহণ।
  • প্রতিটি ব্যাচে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর জন্য আসন ব্যবস্থা এবং ছেলে ও মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যাচের ব্যবস্থা
  • সকাল ৭ঃ০০ টা থেকে রাত ৮ঃ১৫ টা পর্যন্ত ৪ শিফটে ক্লাস করার সুব্যবস্থা।
  • ব্যস্ততার জন্য যে সকল অভিভাবক সন্তানের পরিপূর্ণ শিক্ষার তদারকি করতে পারছেন না, তাদের জন্য রয়েছে রাইট একাডেমির বিশেষ আয়োজনঃ ডে-কেয়ার (সকাল ৯টা থেকে বিকাল ৫টা = ৮ ঘন্টা), নাইট-কেয়ার (বিকাল ৫ঃ১৫ থেকে রাত ১১ঃ১৫ = ৬ ঘন্টা), ও আবাসিক ব্যবস্থা (২৭/৭)।
  • কোচিং থেকে বাসার দূরত্ব, স্কুল সিডিউল কিংবা অন্যান্য ব্যস্ততার কারণে যে সকল শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না, তাদের জন্য রয়েছে – Weekly Model Test (WMT), Monthly Model Test (MMT), Terminal Model Test (TMT) সহ সকল রকমের পরীক্ষা ও মডেল টেস্ট দেয়ার সুবর্ণ সুযোগ।
  • ডিসেম্বর মাসে ৭ দিন/জানুয়ারি মাসে ৫ দিন/ফেব্রুয়ারি মাসে ৩ দিন/মার্চ মাসে ১দিন ফ্রী যাচাই ক্লাস করে ভর্তির সুবর্ণ সুযোগ।
  • সর্বোপরি, রাইট একডেমিতে কোচিং করলে ভালো ফলাফল অর্জনের জন্য কোচিংয়ের বাইরে অন্য কোনো শিক্ষকের সাহায্যের প্রয়োজন হবে না, ইন শা আল্লাহ।