একজন শিক্ষার্থীকে ভালো ফলাফল অর্জনের জন্য অবশ্যই পালনীয় নির্দেশাবলীঃ
- প্রত্যেকটি বিষয়ের সিটি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে ক্লাসে উপস্থিত হওয়া একজন শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব।
- শুক্রবার- পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য মেকাপ ক্লাস অথবা অগ্রগামী শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটি।
- প্রত্যেক শনিবার ৪টি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের ৩ ঘন্টাব্যাপী সাপ্তাহিক পরীক্ষা দেওয়া বাধ্যতামুলক (পরীক্ষা হচ্ছে শিক্ষার্থীদের দর্পন স্বরূপ)।
- সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক অভিবাবকের পূর্ব অনুমতি ব্যতীত পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীকে ৫০০ টাকা জরিমানা না দিলে ক্লাস করতে পারবে না।
সন্তানের ভালো ফলাফল অর্জনের জন্য অভিবাবকের অবশ্যই পালনীয় নির্দেশাবলীঃ
(প্রথমবার WhatsApp এ মেসেজ করার জন্য শিক্ষার্থীর একটি ছবি এবং শিক্ষার্থীর নাম, শ্রেণি, গ্রুপ, পূর্ণাঙ্গ রোল ও ব্যাচ উল্লেখ করুন)
- সন্তানকে মানুষ বানানোর কারিগর হিসেবে মহান দায়িত্ব পালনকারী শিক্ষকের মেধা ও শ্রমের মূল্যায়ন স্বরূপ চলতি মাসের ৭ তারিখের ভিতরে নির্ধারিত বেতন পরিশোধের মাধ্যমে নৈতিক দায়িত্ব পালন করুন।
- প্রত্যেকদিন ক্লাস শেষ করে যথা সময়ে বাসায় ফিরলে বিষয় ভিত্তিক কোনো সমস্যা আছে কিনা খোঁজ নিন এবং না বুঝা অংশটুকু চিহ্নিত করে বেতন বইয়ের পেছনের নির্দেশনা অনুযায়ী 01979-99 98 97 এই নাম্বারে ক্লিক করে WhatsApp করুন।
- প্রত্যেক শনিবারের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে চলতি সপ্তাহের বৃহস্পতিবারে ৪টি বিষয়ের উত্তরপত্র একত্রে প্রদান করা হয়। এক্ষেত্রে আপনি শিক্ষার্থীর কাছ থেকে মূল্যায়নকৃত উত্তরপত্র এবং স্কোর বুঝে নিন এবং এসএমএস চেক করুন।
- বেতন, ফলাফল কিংবা উপস্থিতির এসএমএস সংক্রান্ত যেকোনো ত্রুটি, বিচ্যুতি দেখা দিলে প্রেরণকৃত মেসেজের স্ক্রীনশট 01979-99 98 97 এই নাম্বারে ক্লিক করে WhatsApp করুন এবং সমাধান বুঝে নিন।
- শিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানাতে কিংবা অভিযোগ করতে 01979-99 98 97 এই নাম্বারে ক্লিক করে WhatsApp করুন।
বিঃ দ্রঃ বিশেষ ক্ষেত্রে আপনার কিংবা সন্তানের প্রেরণকৃত তথ্যের গোপনীয়তা রক্ষা করে সমস্যার সমাধান করা হবে ইন-শা-আল্লাহ।
|