মঙ্গলবার, এপ্রিল 29

রাইট একাডেমিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবশ্যই করণীয়!

0

১। প্রতিদিন ক্লাস শুরুর ৫ মিনিট পূর্বে ক্লাসে উপস্থিত হতে হবে।
২। কোন কারণে ক্লাসে অনুপস্থিত থাকতে হলে অভিভাবক অফিসিয়াল ফোন নম্বরে (০১৩২৯-৭২৭২১-৮ পর্যন্ত)
৩। কোন শিক্ষার্থী কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকলে, পরবর্তীতে ক্লাস করতে হলে জরিমানাসহ যথার্থ কারণ উল্লেকপূর্বক অভিভাবকের স্বাক্ষরিত আবেদন নির্দিষ্ট ক্লাস কো-অর্ডিনেটরের নিকট জমা দিতে হবে।
৪। সপ্তাহে ৫ দিন (রবিবার-বৃহস্পতিবার) প্রত্যেকটি বিষয়ের পড়া আদায়ের লক্ষ্যে Class Test (CT) এ অংশগ্রহণ করা বাধ্যতামূলক। উল্লেখ্য, বিষয়ভিত্তিক নূন্যতম ৮০% নম্বর পেতে হবে, অন্যথায় বিলোস্কোরের জন্য শিক্ষক কর্তৃক প্রদেয় শাস্তি সম্মানের সাথে মেনে নিতে হবে।
৫। প্রতি শনিবার Weekly Model Test (WMT) এ উপস্থিত থাকা বাধ্যতামূলক এবং বিষয়ভিত্তিক নূন্যতম ৬০% নম্বর পেতে হবে। উল্লেখ্য, কোন বিষয়ে ৬০% এর কম নম্বর পেলে উক্ত বিষয়ের Re-Exam-এ অংশগ্রহণ (অতিরিক্ত ফি ছাড়াই) বাধ্যতামূলক। কিন্তু পূর্ব অনুমতি ব্যতিত কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে ৫০০ টাকা জরিমানা দিয়ে Re-Exam-এ অংশগ্রহণ করতে হবে।
৬। প্রত্যেকটি পরীক্ষার খাতা অবশ্যই অভিভাবককে দেখিয়ে তাঁর স্বাক্ষরসহ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানের নিজ নিজ ক্লাস কো-অর্ডিনেটরের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।
৭। শ্রেণিকক্ষে কোন প্রকার অসদাচারণের জন্য কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থিকে যে কোন শাস্তি প্রদানের ক্ষমতা সংরক্ষণ করে।
৮। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই চলতি মাসের ৭ (সাত) তারিখের মধ্যে প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করতে হবে।
৯। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষক মূল্যায়ন জরিপে অংশ নিতে হবে।
১০। রাইট একাডেমি ক্যাম্পাসে সকলের পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক, অন্যথায় ক্লাস করতে অনুমতি দেওয়া হবে না।