মঙ্গলবার, এপ্রিল 29

ভর্তি সংক্রান্ত তথ্য

0

১। ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ Right Academy’র নির্ধারিত অঙ্গীকারনামার সকল শর্ত মেনে ভর্তি ফরম পূরণ করতে হবে।
২। ভর্তির সময় অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক।
৩। ভর্তির সময় পূর্ববর্তী পরীক্ষার ‘প্রগ্রেস রিপোর্ট’ এর ফটোকপি ভর্তি ফরমের সাথে সংযুক্ত করতে হবে।
৪। ভর্তির সময় ভর্তি ফি সহ চলমান মাসের বেতন উক্ত মাসের ৭ তারিখের মধ্যে অথবা অগ্রীম প্রদান করতে হবে।

RCF (Right Central Foundation) শিক্ষা বৃত্তি

Right Academy এর আকর্ষণীয় অফার!

১। স্ব স্ব স্কুলের মেধাক্রম অনুসারে নিম্নলিখিত শিক্ষাবৃত্তিতে ভর্তির সুবর্ণ সুযোগ লুফে নিন!
১ম স্থানঃ ৫০%
২য় স্থানঃ ৪০%
৩য় স্থানঃ ৩০%
৪র্থ স্থানঃ ২৫ %
৫ম স্থানঃ ২০%
৬ষ্ঠ-১০ম স্থানঃ ১০%
১১তম-২০তম স্থানঃ ৫%
২। একই স্কুলের ৫ জন শিক্ষার্থী একত্রে ভর্তি হলে প্রত্যেকের ভর্তি ফি হতে ৫০০ টাকা এবং প্রতি মাসের বেতন থেকে ৫০০ টাকা ছাড়!
৩। December মাসে ভর্তি হলে ভর্তি ফি থেকে ১০০০ টাকা ও প্রতি মাসের বেতন থেকে ৫০০ টাকা ছাড়!
৪। January মাসে ভর্তি হলে ভর্তি ফি থেকে ৫০০ টাকা ছাড়!
৫। PEC, JSC তে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য ভর্তি ফি ফুল ফ্রী এবং প্রতি মাসের বেতন থেকে ৫০০ টাকা ছাড়!
বিঃদ্রঃ মেধাক্রম ও বৃত্তি প্রাপ্তি প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কপি জমা দেওয়ার পরে বৃত্তি কার্যকর হবে।

শ্রেণি ভিত্তিক মাসিক প্রদেয় ফি

শ্রেণিটিউশন + পরীক্ষা + নোট + ভ্যাটমাসিক বেতন
৩য়-৫ম
৬ষ্ঠ-৮ম
৯ম-১০ম
১১শ-১২শ

Right Academy’র পড়াশুনার মান, পাঠদানের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষা উপকরণ যাচাই করে ভর্তি করুন ও আপনার সন্তানের সম্ভাবনাময় সাফল্যমন্ডিত জীবন নিশ্চিত করুন।