মঙ্গলবার, এপ্রিল 29

রাইট একাডেমির নতুন চমক, আবসিক শিক্ষা কার্যক্রম

0

আপনি কি আপনার সন্তানের যথাযথ কেয়ার নিয়ে চিন্তিত! আপনার কি মনে হচ্ছে সঠিক গাইড লাইনের অভাবে আপনার সন্তানের সঠিক মেধা বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে! তারা কি বিপথগামী হচ্ছে!

তাহলে আপনার দুঃশ্চিন্তা কমাতে আমরা চালু করেছি রাইট একাডেমি আবাসিক শিক্ষা কার্যক্রম; যেখানে ২৪/৭ আমাদের গাইড- লাইনের মধ্যে আপনার সন্তান থাকবে নিরাপদ এবং যথাযথভাবে বিকশিত হবে তাদের মেধা।

মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়; সুশিক্ষাই হচ্ছে জাতির প্রকৃত মেরুদণ্ড। সুশিক্ষা ছাড়া কোনো জাতি মানুষের মতো মনুষ হতে পারে না। তাই শিক্ষা-দীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র উন্নয়নেও আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

দুঃখজনক হলেও সত্য যে,
সন্তানেরা সাধারাণত বাবা-মায়ে র কমাণ্ড মেনে যথাসময়ের কাজ যথাসময়ে অরতে অভ্যস্থ নয়। আর এজন্যই দেখবেন শিক্ষিত বাবা-মা এবং বড় ভাই-বোন থাকা সত্ত্বেও তাদের গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয় অন্য কাউকে। কিন্তু সেক্ষত্রেও পূর্ণাঙ্গ সমাধান পাওয়া সম্ভব নয়। কারণ গৃহ শিক্ষক আপনার সন্তানের কেয়ার করবে ১ থেকে ১.৫ ঘন্টা, সপ্তাহে ৩ থেকে ৪ দিন; যা তাদের প্রকৃত মেথা বিকাশের জন্য আদৌ কি পর্যাপ্ত! আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, আমাদের গাইড লাইনের মাধ্যমে ২৪ ঘন্টা যথাসময়ের কাজ যথাসময়ে করে আপনার সন্তানের ভবিষ্যত হবে উজ্জ্বল, সুগঠিত হবে তাদের ক্যারিয়ার এবং পূরণ হবে আপনার স্বপ্ন; আর এর মধ্যেই রয়েছে আমাদের স্বার্থকতা এবং সফলতা।

Right thinking, Right choice & Right selection are pre condition for any kind of effective action.

আর তাই আপনার চিন্তা, পছন্দ এবং নির্বাচন হোক রাইট একাডেমি আবাসিক শিক্ষা কার্যক্রম। কারণ আমরা শুধু নামেই রাইট নয়; ১ যুগেরও বেশি সম ধরে আমরা কাজের মাধ্যমে তার প্রমাণ দিয়ে বরিশালের মতো একটি বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে হাজার হাজার শিক্ষার্থীদের দেখাচ্ছি আলোর দিশা; সাহায্য করছি পূরণে তাদের কাঙ্খিত স্বপ্ন।

রাট একাডেমির আবাসিক শিক্ষা কার্যক্রমের আরো কিছ বিশেষ সেবা

  • Spoken English হাতে-কলমে শেখাতে রয়েছে- দৈনন্দিন কাজে ব্যবহৃত সাধারণ কথাবার্তা English-এ বলায় Practice
  • English ভিতি দূর করতে এবং কোথাও দাঁড়িয়ে Perform করার অভ্যাস গড়ে তুলতে রয়েছে ‘Weekly Language Club’
  • বিশেষ বিষয়ের উপর বিশেষ কেয়ারের জন্য রয়েছে- ‘Weekly Special Class’ conducted by special teachers
  • স্বাস্থ্যবিধি মেনে চলার উদ্দেশ্যে বিশেষ কিছু কার্যক্রমের সাথে রয়েছে- ‘Weekly Sports Competition’
  • স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একজন দক্ষ নার্স দ্বারা প্রতি মাসে একবার- ‘Monthy Health Care”
  • এছড়াও নীতি-নৈতিকতা, আদর্শ এবং উন্নত চরিত্র শিক্ষা দানের জন্য রয়েছে- কিংবদন্তিদের উদাহরণ সহ বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত কাউন্সিলিং।

বিঃদ্রঃ শুধুমাত্র অঙ্গিকারে বিশ্বাস না করে আমাদের আবাসিক কার্যক্রম স্বচক্ষে পরিদর্শন করে আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত গ্রহণ করুন।

সাদর আমন্ত্রণে-
ইঞ্জিঃ মোঃ সাব্বির হোসেন
প্রতিষ্ঠাতা পরিচালক, রাইট একাডেমি, বরিশাল।