সোমবার, এপ্রিল 28

রাইট একাডেমি ছাত্র-ছাত্রীদের যে সকল বাড়তি সুবিধা দেবে

0
  • রাইট একাডেমি’র রয়েছে ব্যতিক্রমী এক শিক্ষণ প্রণালী, যা ছাত্র-ছাত্রীদের মননশীলতার বিকাশ ও জ্ঞান আহরণের অভ্যাস গড়ে তোলার জন্য অত্যন্ত কার্যকর।
  • কোচিং-এ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার (যেমন- মাল্টিমিডিয়া ক্লাসরুম, অত্যাধুনিক আইপি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্লাসরুম, ফেইস ডিটেক্টিভ এটেন্ডেন্স ডিভাইস, সম্পূর্ণ AC ক্লাসরুম ইত্যাদি)।
  • শিক্ষার্থীদের জন্য প্রেয়ার রুম, গ্রুপ স্ট্যাডির ব্যবস্থা এবং পাঠ্যবইয়ের আলোকে বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত ও সহজবোধ্য করতে ব্যবহারিক উপকরণ প্রয়োগের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা।
  • বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের মেধাবী শিক্ষার্থীদের প্রশিক্ষনের মাধ্যমে সর্বাধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা।
  • প্রতি মাসের ২য় শুক্রবার অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীডেড় ক্লাস, ফলাফল ও শিক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা, পরামর্শ এবং অভিমত গ্রহণ।
  • শারীরিক অসুস্থতা বা অন্য কোন কারণে কোন শিক্ষার্থী যদি ক্লাস বা পরীক্ষায় অনুপস্থিত থাকে, তবে কর্তৃপক্ষের অনুমতিক্রমে অন্য ব্যাচের সাথে বা আলাদা ভাবে তাকে সেই ক্লাস বা পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়।
  • সৃজনশীলতার বিবর্তনের ধারায় সঙ্গতি রেখে পাঠ পরিকল্পনা সময়োপযোগী করে উপস্থাপন।
  • পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে দুর্ভেদ্য ও কঠিন টপিকসকে অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন।
  • রাইট একাডেমির সার্ভিস প্লান এবং পাঠদান পদ্ধতি অর্থ ও সময়ভিত্তিক নয় বরং সমাধানভিত্তিক।
  • শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতির অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
  • বিগড়ে যাওয়া ও অমনোযোগী শিক্ষার্থীদের স্ব-স্ব ক্লাসের কো-অর্ডিনেটরের মাধ্যমে মোটিভেশন প্রদান এবং ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা এবং নৈতিকতা সম্পর্কে বিশেষ শিক্ষাদান।