সোমবার, এপ্রিল 28

রাইট একাডেমিতে যে সকল ছাত্র-ছাত্রীর ভর্তি হওয়ার প্রয়োজন নেই

0
  • যার বাসায় ৫-১০ হাজার টাকা মূল্যের ২-৫ জন গৃহশিক্ষক নিযুক্ত আছে। কেননা, একই বিষয়ের জন্য একদিকে স্কুল শিক্ষকের পড়া, অন্য দিকে হোম টিউটরের পড়া, তার সাথে যদি রাইট একাডেমির পড়া পরিপূর্ণভাবে সম্পন্ন করতে হয় তাহলে মঙ্গলের চেয়ে অমঙ্গল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
  • যে শিক্ষার্থীর জন্য ৩-৫ জন স্যারের ব্যাচে গৌরবোজ্জ্বল আসনটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর গদির ন্যায় দৃঢ় আছে!
  • যার বাবার অনেএএএএএক টাকা এবং সন্তানকে প্রাইভেট মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছেন।
  • যে শিক্ষার্থী এখনই পাবলিক পরীক্ষায় সম্ভাব্য জি.পি.এ-৩.০০ পাওয়ার টার্গেট ঠিক করে রেখেছে।
  • যারা বিভিন্ন কোচিং, স্যারদের ব্যাচে এবং গৃহশিক্ষকের নিকট প্রচুউউউউর পড়ার চাপে এমপি ও মন্ত্রীদের ন্যায় অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছে।
  • যারা বুঝেই ফেলেছে- বেশী পড়ে কোন লাভ হবে না, ফলাফল যা হবার সে তো আল্লাহ তায়ালা আগেই জন্মের সময় ঠিক করে দিয়েছেন।