- যে শিক্ষার্থীর বাবার কাড়িকাড়ি টাকা বা আলাদিনের চেরাগ নেই।
- যারা প্রাইভেট মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের পড়াটাকে বিলাসিতা ছাড়া অন্য কিছু মনে করেন না।
- যাদের বাসায় একাধিক গৃহশিক্ষক নেই কিংবা ৩-৫ জন স্যারের ব্যাচে পড়াটাকে যাদের নিকট অর্থ ও সময়ের অপচয় বলে মনে হয়।
- যারা প্রত্যেকটি বিষয়ে Basic এর ভীত শক্তিশালী করা আবশ্যক মনে করে এবং প্রতিট পরীক্ষায় জি.পি.এ ৫ পাওয়ার টার্গেট রাখে।
- যারা ভাগ্যে যেমন বিশ্বাসী, তেমনি কর্ম দ্বারা যে ভাগ্য পরিবর্তন করা যায় এই তত্ত্বে বিশ্বাসী।
- সর্বোপরি রাইট একাডেমির দিকনির্দেশনা এবং পড়াশোনার পদ্ধতির উপর যাদের পূর্ণ আস্থা আছে।