সম্মানিত অভিভাবকগণ, প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার সন্তানের পরিচর্চায়, মেধাবিকাশে এবং সাফল্য অর্জনে সম্পূর্ণ সফল কি? সেরা প্রতিষ্ঠানে ভর্তি হয়েও A+ পেতে ৪/৫ জন স্যারের ব্যাচে পড়তে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়ায় A+ পাওয়া গেলেও ব্যস্ততার কারণে বেসিকের অবস্থান যাচাই করার সুযোগ হচ্ছে না। অন্যদিকে, স্যারের ব্যাচে পড়ার সময় ও স্থান ভিন্ন ভিন্ন হওয়ায় ছাত্র-ছাত্রীদের প্রচুর সময় অপচয় হয়ে থাকে; এছাড়াও শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বৃদ্ধির পাশাপাশি শারীরিক দুর্বলতা দেখা দেয়।
আবার কিছু অভিভাবক ভালো ফলাফলের জন্য গৃহ শিক্ষকের উপর নির্ভর করলেও বর্তমানে মূল্যস্ফীতির বাজারে অধিকাংশ অভিভাবকের পক্ষেই আলাদা আলাদা বিষয়ের জন্য দক্ষতা ভিত্তিক গৃহ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে যদি একই আয়ের একটি পরিবারের একাধিক সন্তানের শিক্ষার ব্যয় বহন করতে হয় সেটা একজন অভিভাবকের জন্য অসহনীয় কষ্টসাধ্য ব্যাপার। অন্যদিকে, একজন শিক্ষকের একাধিক বিষয়ে পড়ানোর দায়িত্ব দিলে বিষয় চিত্তিক ফাউন্ডেশন মজবুত হয় না এবং আশানুরূপ ফলাফলও পাওয়া যায় না।
আপনার সন্তান যদি একাধিক স্থানে ও ব্যাচে ছোটাছুটি না করে স্বানমধন্য কোনো কোচিং সেন্টারে একই ছাদের নিচে সকল বিষয়ে পড়ার সুযোগ পায়, তাহলে তা আপনার জন্য হবে আর্থিক ও মানসিক চাপ নিরসনে স্বস্তিদায়ক ব্যাপার, পাশাপাশি আপনার সন্তানের মূল্যবান সময়কে বাঁচিয়ে দিয়ে তাকে শারীরিকভাবে আরো বেশি কর্মক্ষম করে তুলবে। তাই আপনার সন্তানের সময়ের সুষম বণ্টন করে সকল বিষয়ের পূর্নাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে একটি আদর্শ কোচিং সেন্টারের ভূমিকা অপরিহার্য।
উপর্যুক্ত সকল সংকট নিরসনের জন্য আপনাদের সকলের কাছে বিশ্বস্ত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোঃ সাব্বির হোসেন স্যার আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতির সমন্বয়ে গড়ে তুলেছেন Right Academy নামক একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।