সোমবার, এপ্রিল 28

একজন শিক্ষার্থী Right Academy তে কেন ভর্তি হবে?

0

১। শতভাগ সেবার উদ্দ্যেশ্যে প্রতিষ্ঠিত।
২। মেইন বই এর প্রতিটি Topic ক্লাসেই ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু এর পরেও বুঝতে না পারলে কিংবা পিছিয়ে পরলে উক্ত Topic এর উপর Make Up Class দিয়ে শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক সমস্যার সমাধান করা হয়।
৩। সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দেওয়া হয়, যেমনঃ মধ্যম ও দুর্বল শিক্ষার্থীদের জন্য মেইন ক্লাস ছাড়াও Extra ক্লাস এর ব্যবস্থা রয়েছে (অতিরিক্ত ফি ছাড়াই), যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে ‘Personal Intensive Care’ এর আওতায় এনে পাঠদান করা হয়ে থাকে (অতিরিক্ত ফি আবশ্যক)।
৪। ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, পরিশ্রমী, যোগ্য এবং সফল পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত- যিনি নিজেই সার্বক্ষণিক মনিটরিং এবং শিক্ষার গুণগত দিক নিয়ন্ত্রণ করে থাকেন।
৫। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবি শিক্ষার্থী, যারা শিক্ষকতাকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন, তাদের মধ্য থেকে Expert Recruitment Board কর্তৃক Written, Viva & Demo Class এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীকে মাষ্টার ট্রেইনার দ্বারা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও পারদর্শী করে গড়ে তোলা হয় ও শিক্ষক হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
৬। যে শিক্ষক যে বিষয়ে সর্বাধিক পারদর্শীতা অর্জন করেন, তিনি উক্ত বিষয়ে বিজ্ঞান ভিত্তিক উপায়ে পাঠদান করে থাকেন।
৭। প্রকৃতপক্ষে, সকল শিক্ষার্থীর আর্থিক সামর্থ্য সমান নয়, সুতরাং শিক্ষাকে পণ্য নয় বরং সেবা হিসাবে গন্য করা উচিৎ। তাই, Right Academy মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদেরকে RCF মেধাবৃত্তি প্রদান করে থাকে। যা একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত শিক্ষা প্রাপ্তিতে ও জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।
৮। নির্দিষ্ট লেকচার প্লান অনুসারে ক্লাস পরিচালিত হয়- তাই স্কুল, কলেজ ও বোর্ড পরীক্ষার পূর্বেই সিলেবাস শেষ করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়া সম্ভব হয়। এ কারণেই রাইট একাডেমির শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ও বোর্ড ফলাফলে শীর্ষে অবস্থান করে থাকে।
৯। সর্বোপরি Right Academy প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে।