- সন্তানকে মানুষ বানানোর কারিগর হিসেবে মহান দায়িত্ব পালনকারী শিক্ষকের মেধা ও শ্রমের মূল্যায়ন স্বরূপ চলতি মাসের ৭ তারিখের ভিতরে নির্ধারিত বেতন পরিশোধের মাধ্যমে নৈতিক দায়িত্ব পালন করুন।
- প্রত্যেকদিন ক্লাস শেষ করে যথা সময়ে বাসায় ফিরলে বিষয় ভিত্তিক কোনো সমস্যা আছে কিনা খোঁজ নিন এবং না বুঝা অংশটুকু চিহ্নিত করে বেতন বইয়ের পেছনের নির্দেশনা অনুযায়ী 01979-99 98 97 এই নাম্বারে ক্লিক করে WhatsApp করুন।
- প্রত্যেক শনিবারের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে চলতি সপ্তাহের বৃহস্পতিবারে ৪টি বিষয়ের উত্তরপত্র একত্রে প্রদান করা হয়। এক্ষেত্রে আপনি শিক্ষার্থীর কাছ থেকে মূল্যায়নকৃত উত্তরপত্র এবং স্কোর বুঝে নিন এবং এসএমএস চেক করুন।
- বেতন, ফলাফল কিংবা উপস্থিতির এসএমএস সংক্রান্ত যেকোনো ত্রুটি, বিচ্যুতি দেখা দিলে প্রেরণকৃত মেসেজের স্ক্রীনশট 01979-99 98 97 এই নাম্বারে ক্লিক করে WhatsApp করুন এবং সমাধান বুঝে নিন।
- শিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে আপনার সুচিন্তিত মতামত/পরামর্শ জানাতে কিংবা অভিযোগ করতে 01979-99 98 97 এই নাম্বারে ক্লিক করে WhatsApp করুন।
বিঃ দ্রঃ বিশেষ ক্ষেত্রে আপনার কিংবা সন্তানের প্রেরণকৃত তথ্যের গোপনীয়তা রক্ষা করে সমস্যার সমাধান করা হবে ইন-শা-আল্লাহ।